নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক পৃথক দুটি মাদকের অভিযান পরিচালনা করে তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ।পুলিশের পৃথক দুটি অভিযানে ১৪কেজি ভারতীয় গাঁজা ও ৪৭বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল সহ ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করে পুলিশ।
পুলিশের অভিযানের বিষয়টি আচ করতে পেরে গ্রেফতার হওয়া মাদক ব্যাবসায়ীদের অন্যতম সহযোগী মাদক ব্যাবসায়ীরা পালিয়ে যাওয়ার খবর পাওয়া যায়।
আটককৃত ৩ মাদক ব্যাবসায়ী হলো,নওগা সদর উপজেলার চকআরতা গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র আনুয়ার মিয়া(৬০)মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের চারাভাঙ্গা গ্রামের মৃত কনু মিয়ার পুত্র মালু মিয়া(৪৮)ও একই উপজেলার শাহজাহানপুর ইউপি'র পরমানন্দু গ্রামের মন্নাফ মিয়ার পুত্র দীন-ইসলাম(৩০)।
[caption id="attachment_68201" align="alignnone" width="300"] ফেনসিডিল ও গাঁজা সহ আনোয়ার এবং মালু।[/caption]
পুলিশ সূত্রে জানা যায়,(১০নভেম্বর) মঙ্গলবার সকালে মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের মাধ্যমে মাদকের লেনাদেনা হওয়ার সূত্র ধরে, পরমানন্দপুর গ্রামে মাদক ব্যাবসায়ী দীন-ইসলামের বাড়িতে অভিযান চালান।
অভিযানকালে ১০ কেজি ভারতীয় গাঁজা সহ দীন ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় অন্যতম সহযোগী মাদক ব্যাবসায়ীরা পুলিশের উপস্থিতি আচ করতে পেরে দৌড়ে পালিয়ে যাওয়ারও খবর পাওয়া যায়।
অন্যদিকে,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, মাদক ব্যাবসায়ীরা মাদকের একটি বড় চালান এনে বিভিন্ন ব্যাবসায়ীদের মধ্যে বেচাকেনা হচ্ছে। এমন সংবাদ পাওয়ার সাথে সাথে সকাল আনুমানিক ৯টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই দ্রুবেশ এর নেতৃত্বে একদল পুলিশ
উপজেলার পূর্ব চারাভাঙ্গা গ্রামে অভিযান চালান।
অভিযানকালে ৪৭বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল ও ৪কেজি ভারতীয় গাঁজা সহ মালু মিয়া ও আনোয়ার নামের দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের আরও ২জন সহযোগী মাদক ব্যাবসায়ী দৌড়ে পালিয়ে যাওয়ার খবর পাওয়া যায়।
এব্যাপারে জানতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে"জেপি টিভি প্রেস এডিটর"কে জানান,মাদকের পৃথক,পৃথক দুটি অভিযানে উপরে উল্লেখিত উদ্ধার হওয়া মাদক ও গ্রেফতারকৃত ৩ জনের বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়াও তিনি বলেন,গ্রেফতারকৃত ৩ জন ও পালিয়ে যাওয়া সহযোগীদের আসামী করে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।গ্রেফতারকৃত ৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে এবং পলাতক থাকা আসামী মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj