বানিয়াচং(হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচংয়ে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উদ্যোগে গৃহহীনদের জন্য ঘর নির্মান কাজ পরিদর্শন করেছেন সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।
রবিবার বিকালে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা প্রমুখ।
জানাযায়, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত উদ্যোগে গৃহহীনদের মাঝে সারাদেশে ঘর নির্মান ও বিতরণের প্রক্রিয়ার অংশ হিসেবে বানিয়াচংয়ে ও প্রতিটি ঘরের জন্য ১লাখ ৭১ হাজার টাকা বরাদ্দ হিসেবে মোট ৫৫টি ঘরের বরাদ্দ আসে। প্রশাসনের পক্ষ থেকে সরকারি খাস ভূমি সনাক্ত করে ৫৫ টির মধ্যে ১৪টি ঘরের জায়গা নির্ধারন করে নির্মান কাজ শুরু করা হয় বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিন পূর্ব ইউনিয়নের অন্তর্গত জাতুকর্ণ পাড়া মহল্লায়।
এব্যাপারে হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান বলেন আওয়ামীলীগ ক্ষমতায় আসলেই দেশে উন্নয়ন হয়। গত কয়েক বছরে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ বিদ্যুৎসহ সর্বক্ষেত্রেই উন্নয়নের ছোয়া লেগেছে। মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত উদ্যোগে গৃহহীনদের মাঝে বণ্ঠনের লক্ষ্যে ঘর নির্মান কাজ শুরু হয়েছে। পরবর্তীতে প্রকৃত ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর বণ্ঠন করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj