বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধি ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরের করাঙ্গী নদীর পাড়ে অবস্থিত আশা ব্রেড এন্ড বিস্কুট ফেক্টরী। এ প্রতিষ্ঠানটিতে ভ্রাম্যমান আদালত পৃথক পৃথক মোটা অংকের টাকা জরিমানা প্রদান করেছে।
তবুও নিয়ন্ত্রনহীন ভাবে কেক, বিস্কিট সহ নানা ধরণের তৈরি জিনিষপত্রে রং ও ময়লাযুক্ত খাবার দেদারছে বিক্রি অব্যাহত রয়েছে।
ভ্রাম্যমান আদালত চলাকালে ওই প্রতিষ্ঠানটিতে স্থাণীয়রা সীলগালা ও কারাদন্ডের দাবী করলেও তা কার্যকর হয়নি। এক শ্রেনীর সুবিধাভোগীদের ম্যানেজ করে নানা রোগ ব্যধি সৃষ্টি হওয়ার সম্ভাবনা খাবার বিক্রি করে জরিমানা ফুঁিষয়ে উঠতে চেষ্টা করছে।
স্থাণীয়রা জানান, উপজেলার ডিএনআই স্কুল গেইট সংলগ্ন করাঙ্গী নদীর পাড়ে ওই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন তার যাত্রা শুরু হয়। মানসম্মত কোন জিনিষ ওই বেকারীতে পাওয়া যায়নি। ময়লাযুক্ত পানি ও খাবারের দুর্গন্ধে সাধারণ মানুষ অতিষ্ট। শ্রমিকদের হাতে লম্বা নক, গায়ে নোংরা পোষাক ব্যবহার চলছে। অধিক লাভের আশায় কিশোর ছেলেদের কাজে অগ্রাধিকার দিয়ে উপযুক্ত শ্রমের মুল পরিশোধ করেনি।
যে বয়সে তাদের পড়াশুনা করার কথা সেখানে প্রলোবন দিয়ে শ্রমিক হিসেবে কাজে লাগিয়ে রেখেছে। সামনের অংশের চেয়ে ভিতরের অবস্থা খুবই করুন। আটা, ময়দা ও তেল যত্রতত্র ফেলে রাখা হয়েছে। মেশিন ও পাত্রে মাছি মৌ মৌ করছে। অনেকেই ধারণা করছেন, এ বেকারী রেজেষ্ট্রশন বিহীন ফ্যাক্টরী তৈরি করে ক্ষতিকারক জিনিষপত্র সরবরাহ করে আঙ্গুল ফুলে কলাগাছ বনছে। নাম প্রকাশ না করার শর্তে আশপাশের ব্যবসায়ীরা জানান, এ দোকানে সন্ধার পর সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কতিপয় লোক সেলামী আদায় করছে এবং সংবাদ ও ভ্রাম্যমান আদালত কে নিয়ে নানা কটক্তি করছে।
এছাড়াও এ অবৈধ কর্মকান্ডের সংবাদ বন্ধের প্রতিশ্র“তি দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র।