মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় গভর্নেন্স ইনোভেশন ইউনিট ‘স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে’ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তন সচ্চতায় উপজেলা নির্বাহী অফিসার তাসনূভা নাশতারানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কর্মশালা উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি। তিনি বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী এ উদ্যেগ নিয়েছেন।২০৩০ সালে দেশ অভীষ্ট (এসডিজি)বাস্তবায়নে পৌছবে। এজন্য সকলকে কাজ করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মর্জিনা আক্তার, সহকারী কমিশনার ভূমি মহিউদ্দিন সহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, ইউপি সচিব, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেয়।
আলোচনা শেষে কর্মশালায় অংশ নেয়া সবাইকে বিভিন্ন দলে ভাগ করে দলীয়ভাবে স্থানীয় সমস্যা, সমস্যার কারণ, বাধা ও সমাধানে করনীয় বিষয়ে সরকারকে জানানোর জন্য সমস্যাগুলো চিহ্নিত করে লিখিত আকারে জমা দেয়া হয়। এতে ফ্যাসিলেটরের দায়িত্ব পালন করেন প্রতিক মন্ডল, আফিয়া আমীন পাপ্পা, মোহাম্মদ রহুল কুদ্দুস।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj