স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরের সড়কের যানবাহন বেপরোয়াভাবে চলাচল করছে। এতে যাত্রী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই সড়কে চালক ও হেলপারদের অধিকাংশ শিশু-কিশোর। অথচ পরিবহন মালিকরা জেনেও অতিরিক্ত মুনাফার আশায় এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। নৈরাজ্য এবং বেপরোয়া যানবাহনের কারণে প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা।
এদিকে মজুরি টার্গেট পূরণ করতে দ্রুত যাওয়ার প্রতিযোগিতাও মেতেছেন চালকরা। এছাড়া ভুক্তভোগীদের মুখে প্রায়ই শোনা যায় ভাড়া ও অন্যান্য ছোট ছোট বিষয় নিয়ে প্রায়ই চালক যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করে।
সরজমিনেও নজরে এসেছে, ব্যাটারি চালিত রিকশা, টমটম, মোটরসাইকেল ও সিএনজি দ্রুত গতিতে চলাচল করে। যাতায়াতকৃত মানুষের সামনে হঠাৎ দার করিয়ে দেয় যানবাহন। এছাড়া কারণে অকারণে হঠাৎ বাজানো হয়। অনেকে ভয়ে চমকে উঠে। পৌরশহরে চলাচলরত অনেক যানবাহনের নাম্বার প্লেট তবুও চলাচল করছে এসব যানবাহন।
এ বিষয়ে চুনারুঘাট পৌর মেয়র মো. নাজিম উদ্দিন শামছু বলেন, উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে যানজট নিরসনে দিক -নির্দেশনা করে স্ট্যান্ড বায় স্ট্যান্ড করা হয়েছে। এতে যানজট মুক্ত হয়েছে চুনারুঘাট পৌরশহর। যে সব যানবাহন পৌরশহরে দ্রুত গতিতে চলাচল করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj