নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের ধুলিয়াখালের বিসিক শিল্পনগরিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতসহ বিভিন্ন অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকেলে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ দণ্ডাদেশ প্রদান করেন। এ সময় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানী কমান্ডার আহমেদ নোমান জাকি’র নেতৃত্বে র্যাবের একটি টিম তাদেরকে সহযোগিতা করে।
র্যাব জানায়, বুধবার বিকেলে হবিগঞ্জের ধুলিয়াখালে অবস্থিত বিসিক শিল্পনগরিতে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতসহ বিভিন্ন অভিযোগে কাশফুল সুইটকে দেড় লাখ, আসাদ ফুডসকে ২ লাখ ও প্রাইম ফুডকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন কারণে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে শতর্ক করে দেয়া হয়েছে পূণরায় যেন তারা এ ধরণের কার্যকলাপ থেকে দুরে থাকেন এবং বর্তমানের সকল সমস্যা সমাধান করে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj