সৈয়দ সালিক আহমেদ, হবিগঞ্জ : আজ (বৃহস্পতিবার) ১০ই ডিসেম্বর বিয়াম ল্যাবরেটরি স্কুলের ভূমি হস্তান্তর দলিল স্বাক্ষরিত হয়।
উক্ত দলিল স্বাক্ষর অনুষ্ঠানে গনপ্রজাতন্ত্রী সরকারের পক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হবিগঞ্জ এবং বিয়াম ল্যাবরেটরি স্কুলের পক্ষে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা।
বিয়াম ল্যাবরেটরি স্কুলের সম্প্রসারণের কথা চিন্তা করে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান স্কুলটির জন্য সরকারি জমি বরাদ্দের উদ্যোগ গ্রহণ করেন। এই প্রেক্ষাপটে ০.৮৫২৫ একর জমি প্রাপ্তি বিয়াম ল্যাবরেটরি স্কুলের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। খাস জমি বরাদ্দ বাদেও স্কুলটির সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে ছাত্র-ছাত্রীদের জন্য নতুন একাডেমিক ভবন নির্মাণ, তথ্য প্রযুক্তিগত আধুনিকায়ন, শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ছাড়াও নানমুখী কার্যক্রম হাতে নেন জেলা প্রশাসক। এছাড়াও বিয়াম ল্যাবরেটরি স্কুলের উন্নয়ন কাজের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।
দলিল স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উম্মে ইসরাত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বিজেন ব্যানার্জী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, হবিগঞ্জ সদর, সাব-রেজিস্ট্রার, হবিগঞ্জ সদর প্রমুখ।
বিয়াম ল্যাবরেটরি স্কুল হবিগঞ্জকে ০.৮৫২৫ একর খাস জমি প্রদান করায় জেলা প্রশাসন হবিগঞ্জ, বিয়াম ল্যাবরেটরি স্কুল হবিগঞ্জ কর্তৃপক্ষ, শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও অভিভাভকবৃন্দ এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানানো হয়। স্কুলের কর্তৃপক্ক বলেন, এ দিবসটি বিয়াম ল্যাবরেটরি স্কুলের স্মরণীয় হয়ে থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj