প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা (শিমুলতলা) মুন্সী বাড়ি’র কুদ্রতীয়া শিক্ষা ট্রাস্টের উদ্দোগে তরফ অঞ্চলের মুসলিম মনীষীদের জীবন কর্ম নিয়ে আলোচনা সভা ও করোনাভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ ক্ষুদ ব্যবসায়ীদের প্রণোদনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মুসলিম মনীষী হিসেবে সিলেট বিভাগের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ১৮৭০ ইং সনে প্রতিষ্ঠিত উবাহাটা কুদ্রতীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কী (রহঃ) এর সুযোগ্য খলিফা আলহাজ্ব মৌলভী কুদ্রত উল্লাহকে শ্রদ্ধাভরে স্মরণ ও তার হাতে গড়া ৯ প্রতিষ্ঠানের সামাজিক স্বীকৃতি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব মোস্তফা মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লষ্কর, মহিমা ভাইস চেয়ারম্যান আবেদা আক্তার। বক্তব্য রাখেন, এম এ মন্নান, মোহাম্মদ ছুরত আলী, জিয়াউল হক রকিব, আব্দুর রহমান, এম সামছুদ্দিন, বজলুর রহমান, ফুরুক মিয়া, রমিজ মিয়া, শামীম মিয়া, ফরিদ মিয়া প্রমুখ।
গতকাল বিকেলে শুরু হওয়া অনুষ্টানে তরফ অঞ্চলের শিক্ষা ও ইতিবাচক সুস্থ সংস্কৃতিতে কুদ্রতীয়া শিক্ষা ট্রাষ্ট অনবদ্য অবদানের কথা আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ মন খুলে বলেছেন।
আগামী প্রজন্মের জন্য সমাজসেবা মুলক কর্মকান্ড অব্যাহত রাখার আহব্বান জানান বক্তারা। শিক্ষায় অসামান্য অবদানের জন্য আলহাজ্ব মৌলভী কুদ্রত উল্লাহ'র জীবন কর্মের উপর লিখিত প্রামাণ্য গ্রন্থপুঞ্জি রচনায় সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করবে বলে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন।
জাহানারা গৌছ একাডেমীতে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওঃ উবায়দুল হক কুদ্রতী ও সঞ্চালনায় ছিলেন আতাউর রহমান। কোরআন তেলাওয়াত করেন মাহবুব খান ও অনুষ্ঠান শেষে প্রণোদনা হিসেবে একজনকে ১টি ভ্যানগাড়ি ও ৭জন ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj