সৈয়দ হাবিবুর রহমান ডিউক : আফিয়া আক্তার ও আফরিন আক্তার বয়স প্রায় দুই বছর। যে বয়সে বাবা মায়ের আদর আর আহল্লাদে প্রাণবন্ত থাকার কথা, সেই বয়সে জমজ দুটি বোন বাবা মা হারিয়ে নিঃস্ব। মহান সৃষ্টিকর্তার লিলা বুঝা বড় দায়, জমজ দুটি মেয়ে অবুঝ হলে ও বাবা মাকে হারিয়ে শোকে যেন নিস্তব্ধ। কাউকে দেখলেই ফ্যাল ফ্যাল করে নির্বাক দৃষ্টিতে থাকিয়ে থাকে, যেন অন্যদের চোখে খুজে বেড়ায় তাদের আদরের বাবা মাকে। কখনো কখনো শোর চিৎকারে কেদে বুক ভাসায়, এ আর্তনাদ আর ক্রন্দন থামানোর ভাষা যে নেই কারো।
এতক্ষণ বলছিলাম শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চানপুর গ্রামের আব্দুল মতলিবের ছেলে মৃত নোমান মিয়া ও স্ত্রী মোছাঃ ঈয়াসমিন আক্তারের রেখে যাওয়া জমজ দুটি মেয়ের কথা। গত ২০ ই মার্চ নোমান ও তার স্ত্রী ঈয়াসমিন আক্তার ডাক্তার দেখানোর জন্য সিএনজিতে করে শহরে রওনা হয়েছিলেন।
কিছুদুরে যাওয়ার পরই মহাসড়কের নুরপুরে একটি কুমিল্লা ট্রান্সপোর্ট এর বাস এসে তাদের অটোরিক্সাকে ধাক্কা মারে, ঘটনাস্থলেই প্রাণ হারান নোমান মিয়া। গুরুতর আহত তার স্ত্রী ঈয়াসমিনকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। আশংকাজনক অবস্থায় ৬দিন বেচে থেকে তিনি ও মৃত্যুর কোলে ঢলে পড়েন। সেই থেকে এতিম হয়ে দাদা দাদীর কাছেই আফিয়া ও আফরিন কোনরকম ভাবে বাবা মায়ের আদর ছাড়া বেড়ে উঠছে। তাদের পরিবারে নোমান মিয়াই ছিল একমাত্র উপার্জনকারী।
[caption id="attachment_69323" align="alignnone" width="300"] জমজ দুটি মেয়ে অবুঝ হলে ও বাবা মাকে হারিয়ে শোকে যেন নিস্তব্ধ[/caption]
নোমানের মৃত্যুতে এই পরিবার অসহায় হয়ে পড়েছে। বর্তমানে এই পরিবার এই জমজ বাচ্চা দুটিকে ভরণপোষণ করতে হিমশিম খাচ্ছেন।বাচ্ছার দাদা মুতলিব মিয়ার সাথে কথা বললে তিনি জানান, আমি বৃদ্ধ মানুষ ওদের নিয়ে খুব কস্টে আছি, আমি চোখেও দেখিনা, আপনারা আমার নাতিনদের জন্য কিছু একটা করুন। জমজ মেয়েদের দাদীর সাথে কথা বললে তিনি জানান, আমার ছেলে ও বৌ মা মারা যাওয়ার পরে অনেকেই আমার নাতিনদেরকে দত্তক নেয়ার জন্য এসেছিল, কিন্তু আমি কাউকেই দত্তক দেইনি, আমার ছেলের শেষ স্মৃতি আমি নস্ট করতে চাইনা।এরা আমার ছেলের রেখে যাওয়া আমানত, আপনারা পারলে আমার এতিম নাতিনদের জন্য কিছু করুন।
জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার আফিয়া ও আফরিনকে দেখে কিছুটা সহায়তা হাত বাড়িয়ে দিয়েছিলেন।
৭ং নুরপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহব্বায়ক আবেদুর রহমান পাবেল জানান, আসলেই দুইটি কন্যা সন্তান বাবা মা হারিয়ে খুব মানবেতর জীবনযাপন করছে, বিত্তমানদেরকে আমি উনাদের পরিবারের পাশে দাড়ানোর আহব্বান জানাই।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম জায়েদ দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, আমি এ বিষয়ে অবগত আছি, উনাদের পরিবারকে ডিসি অফিস থেকে একবার সহায়তা করা হয়েছিল। আমি আফিয়া আফরিনের চাচাকে বলেছিলাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সমাজ সেবা অধিদপ্তরে আবেদন করার জন্য আমি সুপারিশ করে দিব, উনারা পরে আর আসেননি। এরপরে ও অন্য কোন সুযোগ থাকলে আমি সহায়তা করার চেষ্টা করব।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj