হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার করোনাভাইরাসের মধ্যেও উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বেই আজ করোনার মহামারী চলছে। মানুষ যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেটাই আমরা চাই। করোনাভাইরাসের কারণে আমাদের অনেক কাজ ব্যাহত হচ্ছে। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছি।
[caption id="attachment_70032" align="alignnone" width="300"] হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নে অস্বচ্ছলদের মাঝে শীতবস্ত্র বিতরণ[/caption]
তিনি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নে অস্বচ্ছলদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর শাহী জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, জীবন থেমে থাকবে না, জীবন চলবে। তারপরেও জীবিকার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। করোনাকালে সরকার সার্বক্ষণিক অস্বচ্ছলদের পাশে থেকেছে। সামনের দিনেও থাকবে। পৃথক অনুষ্ঠানে সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামী যে কোন নির্বাচনে দেশের স্বার্থে নৌকায় ভোট দেয়ার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

তিনি শুক্রবার সকাল ১১টার দিকে রিচি ইউনিয়নে ৩শ’ অস্বচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
[caption id="attachment_70034" align="alignnone" width="300"] ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভা[/caption]
পরে শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর শাহী ঈদগাহের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
হাজী মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মাসুক, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খান, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ, ইউপি সদস্য আব্দুস সালাম, মারাজ মিয়া, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj