সৈয়দ সালিক আহমেদ, হবিগঞ্জ: মুজিববর্ষ উপলক্ষে হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় গৃহহীন ও ভুমিহীন ৭৮৭টি পরিবার পাচ্ছে সরকারীভাবে বাসস্থান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন -২ প্রকল্পের মাধ্যমে এসব বাসগৃহ নির্মাণ করা হচছে। ইতোমধ্যে গৃহ নির্মাণের কাজ অনেকাংশেই শেষ হয়েছে।
২০ জানুয়ারি প্রথম ধাপে ৪৫২টি ঘরের সব কাজ সম্পন্ন করে হস্তান্তরের জন্য প্রস্তুতিও নেয়া হচ্ছে। দ্বিতীয় ধাপে বাকি ৩৩৫টি ঘরেরও নির্মাণ কাজ খুব দ্রুত গতিতে চলছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ দেয়া হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। আর প্রতিটিতে পরিবহন ব্যয় হিসেবে দেয়া হয়েছে আরও ৪ হাজার টাকা। ঘরগুলো ইতোমধ্যেই প্রস্তুত হয়ে উঠছে, দ্রুতগতিতে কাজ চলছে। ২০ জানুয়ারি প্রথম ধাপে ৪৫২টি ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত করা হচ্ছে। বাকিগুলোর কাজ শেষ হতে আরও কিছু সময় লাগবে। সুবিধাভোগীদের কাগজপত্রও প্রস্তুত করা হচ্ছে।
বৃহস্পতিবার গোপায়া ইউনিয়নের দীগলবাগে সরেজমিনে দেখা যায়, নির্মাণ শ্রমিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন রুবেল, প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মোঃ জাহান কাজ তদারকি করছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সদর উপজেলায় ১৩৫টির মধ্যে প্রথম ধাপে ৫০টি ও দ্বিতীয় ধাপে ৮৫টি। শায়েস্তাগঞ্জ উপজেলায় ৫৫টির মধ্যে প্রথম ধাপে ৩০টি ও দ্বিতীয় ধাপে ২৫টি।
সেই হিসেবে প্রথম ধাপের ৪৫২টি ঘরের জন্য মোট বরাদ্দ দেয়া হয় ৭ কোটি ৯১ লাখ টাকা। আর দ্বিতীয় ধাপের ৩৩৫টি ঘরের জন্য মোট বরাদ্দ দেয়া হয় ৫ কোটি ৮৬ লাখ ২৫ হাজার টাকা। বিভিন্ন সরকারি এবং জনপ্রতিনিধিগণ নিয়মিত এসব কাজ পরিদর্শন করছেন।
হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের দিগলবাগে নিমার্নাধীন ঘরের কাজ বাস্থবায়নে সার্বিক ত্তত্বাধানে উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মোঃ জাহান বলেন, আমরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি, আশা করছি ২০জানুয়ারীর মধ্যে সব কাজ সম্পন্নের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীর মাঝে ঘর হস্তান্তর করে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্থবায়ন করতে পারব।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj