নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।
জানাযায়, গত ৭ জানুয়ারি শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর গ্রামে রাতে বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রীর(১৪) ঘরে কৌশলে ডুকে পাশের বাড়ির শিপন মিয়া (২০)।অস্ত্রের মুখে ওই স্কুল ছাত্রীকে জিম্মি করে ধর্ষনের অভিযোগ পাওয়া যায়। ঘটনাটি মেয়ের পরিবার জানলে ৮ জানুয়ারি মেয়ের মা বাদি হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে মামলা করেন।
২৩ জানুয়ারি আদালত থেকে শায়েস্তাগঞ্জ থানায় ওয়ারেন্ট আসে। এরই প্রেক্ষিতে রবিবার ২৪ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানার উপ- পরিদর্শক নজরুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন ও এএসআই বিধান রায়সহ একদল পুলিশ শিপন কে গ্রেফতার করে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন আদালতের নির্দেশনা পেয়ে আমরা আসামীকে গ্রেফতার করে জেল হাজাতে পাঠিয়েছি।