নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সাতপাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার প্রধান অতিথি হিসেবে ভবনটির উদ্বোধন করেন- হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী।
এই সময় উপস্থি ছিলেন- মাধবপুর উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি আলহাজ্ব মহিউজ্জামান হারুন, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব এখলাছ-উর রহমান,তাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সভাপতি বেনুরঞ্জন রায়, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, বাঘাসুরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হাসান চৌধুরী, আব্দুল হান্নান, আওয়ামীলীগ নেতা এডঃ দেওয়ান মারুফ সিদ্দিকী, ইউনিয়ন যুবলীগ সভাপতি সামছুল আলম (মেম্বার), সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফারুক, সাংগঠনিক সম্পাদক নাঈম আহমেদ নাসির, বাঘাসুরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও উপজেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি আলামিন আলম, উপজেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক সাহাদাত হোসেন দুলাল প্রমুখ।