সৈয়দ হাবিবুর রহমান ডিউক : শায়েস্তাগঞ্জ উপজেলায় একযোগে শুরু হয়েছে বোরে চাষের চারা রোপন। তীব্র শীত উপেক্ষা করে বাড়ছে কৃষকদের কর্মব্যস্ততা। জমি তৈরি, হালচাষ, বোরো ধান চারা বীজতলা থেকে উঠানো শেষে এবার চারা জমিতে রোপনের মত কাজে ব্যস্ত সময় পাড় করছেন শায়েস্তাগঞ্জের কৃষকরা। আবহাওয়া অনুকুলে থাকলে বোরো আবাদে তেমন সমস্যা হবেনা বলে মনে করছেন স্থানীয় কৃষকরা।
সরজমিনে দেখা যায়, উপজেলার বেশিরভাগ ফসলি জমিতে কেউ কেউ ট্রাক্টর দিয়ে হাল চাষ করছেন, কেউ কেউ স্যালো মেশিন দিয়ে জমিতে পানি দিচ্ছেন, আবার কেউ কেউ ধানের চারা বীজতলা থেকে উঠাচ্ছেন। তবে বেশ কিছু জমিতে আবার অনেকে চারা রোপন করে ফেলছেন। শায়েস্তাগঞ্জ উপজেলার কৃষক হান্নান মিয়া জানান, তিনি দুই একর জমিতে চারা রোপন করেছেন। তিনি প্রতি একর জমিতে চারা রোপনের জন্য ১২০০ টাকা দিয়েছেন। আর নিজেই ধানের চারা বীজতলা থেকে উঠিয়েছেন। আরেকজন কৃষক আব্দুল হেলিম মিয়া এক একর জমিতে চারা রোপন করেছেন বীজতলা থেকে চারা উঠানোসহ তিনি শ্রমিকদের দিয়েছেন ১৬০০ টাকা।
উপজেলার নুরপুর ইউনিয়নের কৃষক রংগু মিয়া বলেন, আমরা ৫ জন করে দলবদ্ধ হয়ে চারা রোপন করি। প্রতিদিন দুই থেকে আড়াই একর জমি তে চারা রোপন করতে পারি, এতে করে আমাদের ৫০০-৬০০ টাকার মত প্রতিদিন ইনকাম করতে পারি, আবার অনেকদিন কাজ থাকে ও না। সর্বশেষ মৌসুমে ধানের দাম ভাল থাকায় কৃষকরা বেশ লাভের মুখ দেখেছেন, সেজন্য এবার বোরো ধানের চাষাবাদ বেশি হবে বলে আশংকা করা যাচ্ছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর বলেন এবার তুলনামূলকভাবে বেশি জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এ বছর শায়েস্তাগঞ্জে বোরো আবাদ লক্ষ্যমাত্রা ১৩৫০ হেক্টর এবং এ পর্যন্ত ৯৫% রোপন করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj