চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটের সেলুন ব্যবসায়ী সড়ক দূর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মোঃ জালাল এর মৃত্যুতে "চুনারুঘাট সেলুন ব্যবসায়ী সমিতি'র ২ঘন্টা কর্মবিরতি দিয়ে শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা হইতে বিকাল ৩টা পর্যন্ত (২ঘণ্টা) চুনারুঘাটের সকল সেলুন ব্যবসায়ীরা সেলুন বন্ধ রেখে কর্মবিরতি দিয়ে জালাল এর বিদেহী আত্মার শান্তিকামনায় শোক প্রকাশ ও শোকসমপ্ত পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা।
এ সময় জালাল এর মরদেহ দেখতে তাঁর এর বাসভবনে ছুটে যান - চুনারুঘাট সেলুন ব্যবসায়ী সমিতি'র সভাপতি নিশিকান্ত শীল, সাধারণ সম্পাদক সমরেশ চন্দ্র শীল, সহ-সভাপতি প্রদীপ চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক রণজিৎ চন্দ্র শীল, সহ-সাংগঠনিক সম্পাদক অরুণ চন্দ্র শীল, অর্থ সম্পাদক স্বপন চন্দ্র শীল,সহ- অর্থ সম্পাদক মড়ল চন্দ্র শীল,সুধাংশু চন্দ্র শীলসহ অন্যান্য সদস্যবৃন্দ। নিহত মোঃ জালাল বি- বাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নাদিরাবাড়ী গ্রামের তাহের মিয়ার পুত্র।
সে চুনারুঘাট পৌরশহরের মধ্য বাজারের জাহির মাস্টার সুপার মার্কেটের "মা- বাবার দোয়া সেলুন " এর প্রোপ্রাইটর। উল্লেখ্য যে, গত শুক্রবার বিকেল ৩টায় চুনারুঘাট আমতলী বাজারের পাশে সিএনজি -ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জালাল গুরুতর আহত হলে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জালাল এর অবস্থা আশঙ্কাজনক হলে জালালকে বি-বাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৫.৩০মিঃ সময়ে মৃত্যু বরন করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj