হবিগঞ্জ প্রতিনিধি : আজ থেকে হবিগঞ্জে করোনার টিকা প্রয়োগ শুরু হয়।
আজ ৭ (ফেব্রুয়ারী) রোববার সকাল ১১টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আনুষ্ঠানিকভাবে টিকার কার্যক্রমের উদ্বোধন হয়। হবিগঞ্জ জেলায় প্রথম ব্যক্তি হিসেবে হবিগঞ্জ থেকে টিকা গ্রহণ করেন হবিগঞ্জ সদর শায়েস্তাগঞ্জ ও লাখাই আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির।
এরপর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম টিকা গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন মো. মোস্তাফিজুর রহমান, জেলা যুবলীগ সভাপতি ও মেয়র প্রার্থী মোঃ আতাউর রহমান সেলিমসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সকল ডাক্তার ও নার্সগণ।
[caption id="attachment_70897" align="alignnone" width="297"] টিকা নিচ্ছেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। [/caption]
বাহুবল উপজেলায় ও একই সময়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি। উপজেলায় প্রথম টিকা গ্রহণ করলেন সিনিয়র স্টাফ নার্স লুতফা বেগম। এরপর টিকা গ্রহণ করলেন উপজেলার সম্মানিত ইউএইচএফপিও মহোদয় ডাঃ বাবুল কুমার দাশ, টিকা নিলেন সুযোগ্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব আশীষ কর্মকার এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব স্নিগ্ধা তালুকদার।
জেলায় করোনার ভ্যাকসিন প্রয়োগের জন্য ২৪টি টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে ২ জন ভ্যাকসিন ডোজার এবং চারজন করে সেচ্ছাসেবি থাকবে। সেই হিসেবে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ৮টি বুথ স্থাপন করা হবে।
এছাড়া সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি করে বুথ বসানো হবে। পাশাপাশি জেলায় দুটি বুথ স্ট্যান্ডবাই রাখা হবে। প্রয়োজনে তাদেরকে কাজে লাগানো হবে। আজ শুধুমাত্র ২৩০ জন ব্যক্তিকে এই টিকা দেয়ার লক্ষমাত্র নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj