সৈয়দ হাবিবুর রহমান ডিউক : ব্রিটিশ আমলে নির্মিত সুতাং নদীর ব্রীজটি বিগত দশ বছর যাবত ঝুকিপূর্ণ অবস্থায় ছিল। শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুতাং বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত সুতাং ব্রীজ। প্রতিদিন হাজারো মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এই প্রাচীন আমলের সেতুটি। খোজ নিয়ে জানা যায়, অনেক আগেই ব্রীজ নির্মাণের জন্য টেন্ডার হয়ে ছিল, সম্প্রতি করোনাভাইরাস এর কারণে এর নির্মাণ কাজ স্থগিত রাখা হয়েছিল।
সরজমিনে দেখা যায়, সুতাং ব্রীজের মধ্যাংশ ভেংগে কাজ শুরু করা হয়েছে, ফলে এ ব্রীজে বর্তমানে সবধরনের চলাচল বন্ধ রয়েছে। নদীর উত্তর পাশে মাটি ফেলে একটি বিকল্প রাস্তা নির্মাণ করা হয়েছে, যেটি দিয়ে ছোট ছোট যানবাহন ও মানুষ যাতায়াত করছেন। কিন্তু যে বিকল্প রাস্তা নির্মাণ করা হয়েছে তা অত্যন্ত দুর্বল, সামান্য বৃষ্টি হলেই যেকোন সময় তলিয়ে যেতে পারে। গত বছরের প্রথমদিকে ও ব্রীজের নির্মাণ কাজ শুরু করার চেষ্টা করেছিলেন ঠিকাদার, তখন ও একই বিকল্প রাস্তাটি ২৯ ই এপ্রিল প্রবল বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল, এ রাস্তাটি মজবুত করে নির্মাণ না করলে আবারো নদীর স্রোতে তলিয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। যেহেতু নতুন ব্রীজ নির্মাণ বেশ সময় সাপেক্ষের ব্যাপার ফলে এলাকাবাসীকে দীর্ঘমেয়াদী দুর্ভোগে পড়তে হবে বলে আশা করা যাচ্ছে।
সুতাং এলাকার স্থানীয় সাংবাদিক সৈয়দ শাহান শাহ জানান, সুতাং ব্রীজ ভেংগে পুর্ণনির্মাণ করতে বেশ সময় লাগবে, এলাকার সাধারণ মানুষের কথা চিন্তা করে নদীর উপর বিকল্প সড়কটি আরো মজবুত করে বানাতে হবে, এই রাস্তা দিয়ে এলাকার স্কুল কলেজের হাজারো ছাত্রছাত্রী আসা যাওয়া করে, নাহলে পোহাতে হবে দুর্ভোগ।
এ ব্যাপারে নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া জানান, আমি ব্রীজ নির্মাণ বিষয়ে তেমন কিছু জানিনা, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভাল করে বলতে পারবে। তবে, বিকল্প যে সাকোটি নির্মাণ করা হয়েছে, আমি দুর্বল সাকোর জন্য গত বছরই এর বিরোধিতা করেছিলাম, যেন ইউনিয়নবাসীর যাতায়াতে অসুবিধা না হয়, এবার ও হালকাভাবেই সাকো করা হয়েছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ মাজেদুল ইসলাম জানান, নতুন করে ব্রীজের নির্মাণ কাজ শুরু হয়েছে, গত বছরই নতুন ব্রীজ নির্মাণ করতে ৫ কোটি টাকার টেন্ডার হয়েছিল, কিন্তু নানা প্রতিকুলতায় আমরা কাজ শুরু করতে পারিনি, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই আশা করি কাজ শেষ হবে।
আর বিকল্প সাকোর বিষয়ে তিনি বলেন, আমাদের টেন্ডারে আলাদা সাকো নির্মাণের বাজেট নেই, একটি বাশের সাকো তৈরি করে দেয়ার জন্য বলা হয়েছিল, তবুও আমরা সাধারণ মানুষের কথা চিন্তা করে নদীর উপর সাকো নির্মাণ করে দিয়েছি। বৃষ্টির পানিতে যাতে তলিয়ে না যেতে পারে, সেজন্য আমরা সাকোর নিচে ব্রীজ ভেংগে যে উচ্ছিষ্ট বের হচ্ছে তা সেখানে ঢেলে দিচ্ছি। আর যদি আবারও সেটি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।
এ ব্যাপারে হবিগঞ্জ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দাশ জানান, জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের কাজ বন্ধ রাখতে হয়, দুই বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করার জন্য বলা হয়েছে, আমি আশা করছি ঠিকাদার খুব দ্রুততার সহিত নতুন ব্রীজ নির্মাণ করবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj