সৈয়দ সালিক আহমেদ : হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সেবার গুনগত মান বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা ও ইউনিয়নের অবসরপ্রাপ্ত কর্মীদের সন্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্টিত হয়।
বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় করাব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠান চেয়ারম্যান ইন্জিনিয়ার আব্দুল হাই কামাল এর সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক সনজিত সিনহা বাপ্পীর সঞ্চালনায় অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, বিশেষ অথিতি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার গৌতম চন্দ্র রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমবায় অফিসার ইসমাইল তালুকদার রাহী, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ ফরাস উদ্দিন, বিদায়ী পরিবার পরিকল্পনা পরিদর্শক আলহাজ্ব আব্দুল আওয়াল তালুকদার প্রমুখ।
প্রধান অতিথি কেন্দ্রের সেবার মান ও পরিচ্ছন্ন পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, কেন্দ্রের যেসকল সমস্যা সমাধান করা সম্ভব সবকিছু করা হবে। তিনি তৃণমূল পর্যায়ের সেবা আরোও বৃদ্ধিতে সকলের নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সহিত কাজ করার আহবান জানান। পাশাপাশি তিনি উপস্থিত সকলকে নিবন্ধন পূর্বক কোভিড ১৯ এর চলমান টীকা গ্রহনেরও আহবান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী চার কর্মী আব্দুল আওয়াল তালুকদার, শেফালি রানী দেব,সুপ্রীতি রানী দেব ও সালেহা খাতুন এর সন্মাননা প্রদান করেন।