হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরতলীর রামপুর গ্রামের এক দরিদ্র বিধবা মহিলাকে টিনসেট ঘর বানিয়ে দিয়েছেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যানমোঃ মোতাচ্ছিরুল ইসলাম। এতে মহিলাসহ পরিবার তার মাথাগোজার স্থান পেয়ে আনন্দিত।
মঙ্গলবার(১৬ফেব্রুয়ারি) দুপুরে রামপুর গ্রামে তৈরী করা টিনসেট ঘরটি সাংবাদিকদের সাথে নিয়ে পরিদর্শনে যান উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের জানান, সদর উপজেলা রামপুর গ্রামের হরেন্দ্র সরকার গ্রাম পুলিশের চাকুরী করতেন।
প্রায় ১৫ বছর পূর্বে তিনি স্ত্রী আরতি সরকারসহ ২ কন্যা সন্তান রেখে মারা যান। এরপর তার স্ত্রী আরতি সরকার মানুষের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এর মধ্যে আরতি সরকারের বড় মেয়ে জগতি সরকারকে বিয়ে দেন তিনি। বিয়ের পর জগতির ২ সন্তান জন্ম হয়। কিন্তু ওই সন্তান রেখে জগতির স্বামী অন্যত চলে যান। এ অবস্থায় আরতি সরকার ২ মেয়ে ও তাদের সন্তানদের লালন করতে পড়েন টানাপোড়নে।পরিবারের খরচ চালানোই সঠিক হয়ে দাঁড়ায়। নিজের বাড়ির ছোট ঘরটি ভেঙ্গে জরাজীর্ণ হয়ে যায়। সামান্য বৃষ্টি হলেও ঘরের ভিতরে পানি পরতো।
এ বিষয়টি উপজেলা মোতাচ্ছিরুল ইসলামকে অবগত করলেও তিনি সরেজমিনে পরিদর্শন করে ১ সপ্তাহের ভিতরে আরতি সরকারকে তার ব্যক্তিগত উদ্যোগে ঘর তৈরী করে দেয়ার প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি অনুযায়ী তিনি ৫ দিনের মধ্যে ঘর তৈরী করেন। টিনসেট ঘর পেয়ে আরতি সরকার ও পরিবারের সদস্যরা আন্দিত। তারা সদর উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের সাথে ছিলেন মোহনা টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, এশিয়ান টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, তেঘরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj