নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচং যাত্রাপাশা গ্রাম থেকে মায়া বেগম (১১) নামে একটি মেয়ে শিশু হারিয়ে গেছে। সে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মমতাজ বেগমের পালিত মেয়ে। এতে বানিয়াচং থানায় সাধারণ ডায়রি করেছেন গৃহকর্তা মো. নজরুল ইসলাম।
জানা যায়, প্রায় ৫/৬ মাস আগে গৃহকর্তা মো. নজরুল ইসলাম মায়া বেগমকে আনেন তার ছোট মেয়ে মায়িশাকে দেখভাল করার জন্য। কিন্তু মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল প্রায় সাড়ে ৮টা থেকে মায়া বেগমকে আর পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে অবশেষে গৃহকর্তা বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। ডায়রি নং- ৯৮৫।
মেয়েটির গায়ের রং কালো। গায়ে আকাশি রংয়ের কামিজ এবং পায়জামা ও ওড়না নেভি-ব্লু। যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি তাকে পেয়ে থাকেন তাহলে বানিয়াচং থানা অথবা উল্লেখিত নম্বরে যোগাযোগ করতে বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ- ০১৭১১-২৮৫৫০৫, ০১৭২০-৯২৪১০৪।