নিজস্ব প্রতিবেদক, শায়েস্তাগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী বক্তা হিসেবে খ্যাত মামুনুল হকের তাফসীর মাহফিলে মুসল্লীদের ঢল নেমেছে।
শায়েস্তাগঞ্জের পুরানবাজার শাহী ঈদগাহে ৭৬ তম তাফসীরুল কোরআন মহা সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বয়ান শুরু করেন বুধবার রাত ১১.৩০ এ ।
হাজার হাজার মানুষ তাকে দেখতে আর তার বয়ান শুনতে বিকাল থেকেই শাহী ঈদগা মাঠে জড়ো হতে থাকেন।
[caption id="attachment_71626" align="alignnone" width="300"] শায়েস্তাগঞ্জে মামুনুল হকের তাফসীরে মুসল্লীর ঢল[/caption]
মাওলানা মামুনুল হক স্টেজে আসার পর মুসল্লীদের ঢল সামলাতে শায়েস্তাগঞ্জ - হবিগঞ্জ সড়কে যানচলাচল বন্ধ করে দেয়া হয়।
সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়।
তবে শায়েস্তাগঞ্জের পুরানবাজার শাহী ঈদগা মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মহাসম্মেলনে তিনি সরকার বিরোধী কোন বক্তব্য দেননি।
তবে তার শায়েস্তাগঞ্জে আসা নিয়ে বেশ কৌতুহল এর সৃষ্টি হয়েছিল। নানা দোলাচলের পর সরকার বিরোধী কোন বক্তব্য,ভাস্কর্য নিয়ে কোন কথা ও কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য দিবেন না এই শর্তে তাকে মাহফিলে বক্তব্য দেয়ার অনুমতি দেয় প্রশাসন।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন,মাওলানা মামুনুল হক তাফসীর মাহফিলে সরকার বিরোধী কোন বক্তব্য দেননি।
তবে আইনশৃঙ্খলা যেন কোনো ধরনের অবনতি না ঘটে সেদিকে প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj