নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে হবিগঞ্জ শহরে অনুষ্ঠিত হয়েছে জেলা বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন।
বুধবার (৩ মার্চ) সকাল ৮ ঘটিকায় হবিগঞ্জ জেলা প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী আয়োজনে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে এই বঙ্গবন্ধু ম্যারাথন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত ম্যারাথনের উদ্বোধন ঘোষণা করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

এই সময় জেলা ম্যারাথনে অংশগ্রহণ করেন সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, বিজিবির সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, ক্রীড়াবিদসহ জেলার সর্বস্তরের মানুষ। ম্যারাথনে অংশগ্রহণকারীগণ নিমতলা কালেক্টরেট প্রাঙ্গন হতে দৌড় শুরু করেন এবং হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে ৫ কিমি ব্যাপী ম্যারাথন সম্পন্ন করেন।