নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রাম থেকে গতকাল বুধবার রাতে বিপুল পরিমান গাজাসহ তাহিদ মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মাদক বিক্রেতা ওই গ্রামের আলিম উল্লার ছেলে।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের মৃত আলিম উল্লার ছেলে মাদক স¤্রাট তাহিদ মিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাত ৮টার দিকে হানা দেয়।
এ সময় পুলিশ তার ঘর তল্লাশী করে বিপুল পরিমান গাজাসহ তাহিদ মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। তাকে আটকের বিষয়টি ডিউটি অফিসার এএসআই রুহুল আমীন নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানান, ধৃত তাহিদ দীর্ঘদিন যাবৎ এলাকায় গাজাসহ মাদক বিক্রির সাথে জড়িত। তার এহেন কর্মকান্ডে এলাকার যুব সমাজ বিপদগামী হচ্ছে। প্রভাবশালীদের চত্রছায়ায় সে বাড়িতে মাদকের হাট বসিয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এদিকে অপর একটি সুত্রে জানায়, গতকাল রাতে পুলিশ তাকে গ্রেফতার করলে তার সহযোগীরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এ ব্যাপারে এএসআই আব্দুর রহিমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিপ করেও ব্যস্ততার অজুহাতে লাইন কেটে দেন।