সৈয়দ সালিক আহমেদ, হবিগঞ্জ :
হবিগঞ্জ- শায়েস্তাগঞ্জ সড়কে জমাট বাধা মাটি গলে এখন মৃত্যুপুরিতে পরিণত হয়েছে। যেকোন ধরণের যানবাহন অতীব সর্তকতা অবলম্বন করে চলাচল করতে হচ্ছে নতুবা ধাক্কা দিয়ে গাড়ী নিয়ে আসা যাওয়া করতে হচ্ছে । রাস্তার উপর ১/২ ইঞ্চি শুধু কাদা মাটি। ইতোমধ্যে বেশ কিছু মোটর সাইকেল আরোহী রাস্তায় জমাট বাধা কাদা মাটিতে পড়ে আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।।
শনিবার (৬ মার্চ) রাত ৮টার দিকে দেখা যায়, পাইক পাড়া থেকে প্রায় ২ কিলোমিটার রাস্তা মোটরসাইকেল আরোহীরা পায়ে হেটে পথ পাড়ি দিচ্ছেন। ইতিমধ্যে অনেকে কাদা মাটিতে পড়ে লন্ডবন্ড হয়েছেন আবার অনেকে আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ইটবাটার জন্য মাটি বহনকারী ট্রাকটর এবং বালু বহনকারী ট্রাকটরের অবাধ চলাচলের কারণে পিচঢালা রাস্তায় মাটি জমাট বেধেছে, আর বৃষ্টি হওয়ার সাথে সাথে সেগুলো গলে রাস্তায় একাকার হয়ে গেছে। তাছাড়া প্রায়শই এসব ট্রাকটর সাথে দূঘটর্না ঘটে।
রাস্তার পাশ দিয়ে মোটরসাইকেল ধাক্কা দিয়ে নিয়ে আসা এডভোকেট খোকন গোপ বলেন, অনেক কষ্টে মোটরসাইকেল নিয়ে হেটে যাচ্ছি, হাটতে পারতেছিনা, পা স্লিপ করে পড়ে যাচছি, পা রাখার কোন অবস্থা নেই। সড়কে এসব অবৈধ যানবাহন চলাচল বন্ধ না করলে এই রাস্তাটি মৃত্যুপুরিতে পরিণত হয়ে যাবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj