স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলা একসময় দাঙ্গা প্রবণ এলাকা হলেও বর্তমানে জনগণ শান্তি এবং উন্নয়নের পথে বিশ্বাসী হয়ে কাজ করে যাচ্ছে। ফলে শিল্পসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের হবিগঞ্জ জেলা এখন বাংলাদেশের জাপান বলে বিবেচিত হচ্ছে।
হবিগঞ্জের সামগ্রিক আইন-শৃঙ্খলা উন্নয়নে যে অভূতপূর্ব ভূমিকা পালন করতে পেরেছে এই কৃতিত্বের দাবীদার মূলত হবিগঞ্জের জনগণ। হবিগঞ্জের জনগণ সহযোগিতা না করলে তা সম্ভব হয়ে উঠতো না।
বুধবার ( ১০মার্চ ) লাখাইয়ে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা।
লাখাই থানা প্রাঙ্গনে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান লাখাই থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে ও ওসি তদন্ত মহিউদ্দিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা, বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব ও অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার ভূমি ইয়াসিন আরাফাত রানা।
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, আবুল কাশেম মোল্লা ফয়সল, জেলা পরিষদ সদস্য মোর্শেদ কামাল, মুড়িয়াউক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া তালুকদার, লাখাই প্রেসক্লাবের নির্বাহী সদস্য আতাউর রহমান ইমরান, সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা, উপজেলা ছাত্রলীগ আহবায়ক খাইরুদ্দিন, শিক্ষক জুনায়েদ তালুকদার, জুনায়েদ আহমেদ তালুকদার প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj