নিজস্ব প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া মনসুর আলী (৫০) নামে এক ব্যক্তিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর
আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার
দেওঘর গ্রামের আলী হায়দর।
শুক্রবার (১২ মার্চ) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায়
অজ্ঞান অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে স্বাধীন স্বেচ্ছাসেবক সমাজকল্যাণ সংস্থারকর্মীরা।
পরে তারা অজ্ঞান হওয়া ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়।
স্বাধীন স্বেচ্ছাসেবক সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোতাব্বির হোসেন কাজল বলেন,
নতুন ব্রিজ এলাকায় এ লোকটি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছিল। লোকজনের মুখ থেকে
জানতে পেরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। ওই ব্যক্তি নির্মাণ শ্রমিক। তার
কাছ থেকে একটি সিমেন্টের বস্তা পাওয়া গেছে। বিষয়টি শায়েস্তাগঞ্জ হাইওয়ে
পুলিশকে অবগত করা হয়েছে। হাসপাতালে চিকিৎসায় তিনি কিছুটা সুস্থ হলে নাম ও
পরিচয় পাওয়া যায়। এ খবর পেয়ে স্বজনরা এসে রাতেই তাকে বাড়ি নিয়ে গেছেন।