শায়েস্তাগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি: দেশীয় পণ্যকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ওয়ালটন।
আজ সারাদেশে একযোগে ওয়ালটন দিবস পালিত হয়েছে। আজ থেকে দুই যুগ আগে এইদিনে ওয়ালটন গ্রুপ দেশীয় পণ্যের সমাহার নিয়ে যাত্রা শুরু করেছিল।
ইতোমধ্যে, তাদের নিজস্ব মানসম্পন্ন পণ্য সুলভ লভ্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে ওয়ালটন একটি ব্র্যান্ড হিসেবেই সুপরিচিতি লাভ করেছে।
আজ শনিবার (২০ মার্চ) সকাল ১১ টায় সামাজিক দুরত্ব বজায় রেখে অলিপুর ইন্ড্রাষ্ট্রিয়াল এলাকায় ও দুপুর ১২ টায় নোয়াপাড়া বাজারে পৃথক আনন্দ র্যালী করা হয়েছে। অলিপুর ওয়ালটন প্লাজা থেকে শুরু হয়ে আনন্দ র্যালীটি পুরো এলাকা প্রদক্ষিণ করে আবার ওয়ালটন প্লাজায় এসে শেষ হয় এবং অন্য র্যালীটি নোয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে প্লাজাতে এসে শেষ হয়েছে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা অলিপুর শাখার ম্যানেজার মোঃ শাহানুর রহমান, নোয়াপাড়া প্লাজার ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র অফিসার রাজিব দাশ, সহকারী অফিসার কামরুল হাসান, সুমেল মিয়া, স্টিফেন ক্যানন ইসলাম,নুরুল আমিন নাজিম, এসিস্ট্যান্ট সিনিয়র অফিসার মো. ইসমাইল হোসেন এলিন, মো. রফিকুল মোস্তফা, ফরহাদ হোসেন, আব্দুল গফুর, সৌরভ চৌধুরী ও রিফাত টেলিকম এন্ড ইলেক্ট্রনিক্স নোয়াপাড়া প্লাজার ডিলার মোঃ সলিম আহাম্মদ প্রমুখ।
ব্যান্ড পার্টিদের ঢাকঢোলে মুখরিত র্যালীতে অসংখ্য সাধারণ মানুষ ও অংশগ্রহণ করে।
ওয়ালটন দিবস উপলক্ষে কেক কাটা ও শুভানুধ্যায়ীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।
ওয়ালটন অলিপুর শাখার ম্যানেজার মোঃ শাহানুর রহমান জানান, আজ থেকে দুই যুগ আগে শুরু হয়েছিল আমাদের পথচলা। হাটিঁ হাটিঁ পা পা করে আজ ওয়ালটন বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে। ওয়ালটন দিবসে গ্রাহকদের কাছে একটাই চাওয়া সবাই দেশীয় পণ্য ব্যবহার করুন এবং ওয়ালটনের উপর আস্থা রাখুন।
ওয়ালটন প্লাজা নোয়াপাড়া শাখার ব্যবস্থাপক মো.আমিনুল ইসলাম ওয়ালটন দিবসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে দেশীয় পণ্য ব্যবহার করে দেশের অর্থনীতিকে এগিয়ে নেয়ার জন্য সকল গ্রাহকদের প্রতি তিনি উদাত্ত আহব্বান জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj