নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ক্ষতিগ্রস্তদের মধ্যে উক্ত টিন ও চেক প্রদান করেন জেলা জাতীয় পার্টির সভাপতি এমএ মুনিম চৌধুরী বাবু এমপি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এটিএম সালাম, জেলা জাতীয় পার্টির সদস্য খলিলুর রহমান চৌধুরী দুদু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিমর্লেন্দু দাশ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমূখ। ওই দিন উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্থ প্রায় ৫১ জনের মধ্যে উক্ত ঢেউ টিন ও চেক বিতরণ করা হয়েছে। এরআগে ক্ষতিগ্রস্থ আরও ২৪ জনের মধ্যে বিতরণ করা হয়েছিল।