মোঃ বাহার উদ্দিন,লাখাই : হবিগঞ্জের লাখাইর বুল্লাবজার হইতে গুনিপুর সড়কের সিংহগ্রাম দক্ষিণ মাঠের বরাং নামক স্থানে সড়কের কালভার্টের মধ্যস্থল ভেঙে পড়ায় যান চলাচল বিঘ্নিত, যাত্রী সাধারনের ভোগান্তি চরমে।
লাখাইর বুল্লাবাজার থেকে গুনিপুর সড়ক একটি ব্যস্ততম সড়ক।এ সড়কপথে উপজেলার গুনিপুর, আগাপুর,হরিনাকোনা,এবং শায়েস্তাগন্জ উপজেলার বিশাউরা,ব্রান্মনডোরা,কেশবপুর ও নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামসহ বিভিন্ন গ্রামের হাজার হাজার লোক বুল্লাবজার ও বিভিন্ন গন্তব্যে চলাচল করে থাকেন।এ সড়কে প্রতিদিন শত শত যান চলাচল করে।
এ সড়কের সিংহগ্রাম দক্ষিণ মাঠ অংশে বরাং নামক স্থানের কালভার্টটি দীর্ঘ দিন যাবত ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। এরই মধ্যে গত ৫/৬ দিন পূর্বে ভারী বালু বোঝাই ট্রাকের চাপে কালভার্টের মাঝ বরাবর ভেঙ্গে পড়ে।এতে যান চলচল বিঘ্নিত হয়ে পড়ে।বর্তমানে কালভার্টের স্থানে বাইপাস করে পাশের গোপাট দিয়ে ঝুকি নিয়ে যান চলাচল করছে। এতে সড়কেরও ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। কালভার্টের পুন সংস্কার কাজ দ্রুত করা আবশ্যক নতুবা বৃষ্টি বাদলায় যান চলাচল খুবই ঝুঁকিতে পরবে।
জনভোগান্তি চরম আকার ধারন করবে।এ কালভার্ট পুনঃ সংস্কার এর বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করিতে সংসলিষ্ঠ উর্ধতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী মহল।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj