ক্রীড়া ডেস্ক : টেস্ট ক্রিকেটে অনন্য সব কীর্তি গড়েই চলেছেন মুমিনুল হক। টেস্টে টানা ১১ ম্যাচে ফিফটি বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ড করলেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটসম্যান। আর এই রেকর্ডে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে আরেক কিংবদন্তি ভিভ রিচার্ডসের পাশে নিজের নাম লেখালেন মুমিনুল।
পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ফিফটি করে এই রেকর্ড করেছেন মুমিনুল। এর আগে সফরকারীদের বিপক্ষে খুলনা টেস্টে ফিফটি করে ভারতের টেন্ডুলকার ও ইংল্যান্ডের জন এড্রিচকে ছুঁয়ে ফেলেন মুমিনুল। টেন্ডুলকার-এড্রিচ দুজনেরই টেস্টে টানা দশ ম্যাচে ফিফটি বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ড আছে।
টেন্ডুলকার ২০০৯ সালের ডিসেম্বর থেকে ২০১০ সালের অক্টোবর পর্যন্ত টানা দশ ম্যাচে ফিফটি বা তার বেশি রানের ইনিংস খেলেন। আর ইংল্যান্ডের ব্যাটসম্যান জন এড্রিচ ১৯৬৯ সালের জুলাই থেকে ১৯৭১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই কীর্তি গড়েন।
মুমিনুল-ভিভ রিচার্ডস ছাড়াও টেস্টে টানা ১১ ম্যাচে ফিফটি তার তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ড আছে ভারতের গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগের।
টেস্টে সবচেয়ে বেশি টানা ফিফটি বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ডটি এবি ডি ভিলিয়ার্সের দখলে। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান ২০১২ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১২ ম্যাচে এই কীর্তি গড়েন। বাংলাদেশের পরের টেস্টে ফিফটি করতে পারলে ডি ভিলিয়ার্সকেও ছুঁয়ে ফেলবেন মুমিনুল।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj