স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে হবিগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সাথে যুবদল ছাত্রদলের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় পুলিশ প্রায়১২০ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। তাৎক্ষনিকভাবে ৯ জনকে আটক করা হয়।
আটককৃত হলো, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ জি কে গউছের ছোট ভাই জিকে গফফার, তার ছেলে রিফাত, শাহিদ, জিকে গউছের ছেলে প্রিতম, জুয়েল। তাছাড়া অন্যদের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল জানান, শনিবার (২৭ মার্চ) দুপুরে বিক্ষোভকারীরা হবিগঞ্জ শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনের রাস্তায় টায়ারে আগুন জালিয়ে জনমনে আতংক সৃষ্টি করতে চায়, পুলিশ ঘঠনাস্থলে উপস্থিত হলে তারা পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে, এতে পুলিশের ১জন সদস্য আহত হয়, আত্নরক্ষার্তে পুলিশ ১২০ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করছিল, পুলিশ বিনা উস্কানিতে এসে নেতা কর্মীদের উপর গুলি চালায়, এতে প্রায় অর্ধশত নেতা কর্মী গুলিবিদ্ধ হয় এবং ৮জনকে আটক করে নিয়ে যায়।
আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আগমন উপলক্ষে ঢাকায় বিক্ষোভ মিছিলে সংঘর্ষের প্রতিবাদে বিএনপি ও তার অংগ সংগঠন আজ সারা দেশে বিক্ষোভ কর্মসুচী ঘোষনা করে। তারই অংশ হিসেবে হবিগঞ্জে এ কর্মসুচী পালন করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj