হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের কালবৈশাখি ঝড়সহ শিলা বৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) রাত ১০টা থেকে শুরু হয় প্রবল ধমকা হাওয়া। এর কিছুক্ষণ পরেই প্রবল ঝড় শুরু হলে, শুরু হয় শিলা বৃষ্টি। প্রায় এক ঘন্টার ঝড় বৃষ্টিতে পুরো দশ মিনিট শিলাবৃষ্টি হয়েছে।
জেলার গ্রাম অঞ্চলের গাছপালা ভেঙ্গে পড়েছে।কাচা ঘর বাড়ির ক্ষতি হয়েছে।
হবিগঞ্জ -শায়েস্তাগঞ্জ সহ বিভিন্ন সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিভিন্ন রাস্তায় পড়ে রয়েছে অসংখ্য গাছ, উপড়ে গেছে বৈদ্যুতিক খুঁটি। স্থানীয় লোকজন সড়ক থেকে গাছ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করার চেস্টা করছে।
জেলা সদর সহ বিভিন্ন উপজেলা বিদ্যুত বিহীন হয়ে পড়েছে। রাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবার সম্ভাবনা কম বলে হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি কৃর্তপক্ষ নিশ্চিত করেছে।
এদিকে শিলাবৃষ্টিজনিত কারণে ফসলের বেশ ক্ষতি হতে পারে বলে আশংকা করছেন কৃষকরা। এই মৌসুমে শিলা বৃষ্টিতে আমের মুকুলের ও ক্ষতি হয়েছে। তাতক্ষণিকভাবে ঝড় ও শিলা বৃষ্টিতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা অনুমান করা যায়নি।
এই মৌসুমে শুধু বৃষ্টিপাত হলে ফসলী জমির জন্য বেশ উপকার হত, আর কিছুদিনের মধ্যেই কৃষি জমিতে ধান গজাবে।কিন্তু শিলাবৃষ্টির কারণে অনেক ধান গাছ জমিতে মিশে গেছে।
এতে করে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন কৃষকরা।
এ বিষয়ে হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর বলেন, শিলা বৃষ্টিতে তেমন ক্ষয়ক্ষতি হয় নাই। তারপরও যদি কোন কৃষকের ক্ষতি হয়ে থাকে তাহলে ক্ষতিপূরণের ব্যবস্তা করব।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj