এস এইচ টিটু : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে নেশার টাকার জন্য স্ত্রীকে পেটানো স্বামী সুশান্ত সেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (৩১ মার্চ) দুপুরে পুলিশ তাকে আদালতে পাঠায়। পরে আদালতের নির্দেশে সুশান্ত সেনকে কারাগারে প্রেরণ করা হয়।
এর আগে মঙ্গলবার (৩০ মার্চ) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়চর গ্রামে নেশা করার জন্য স্ত্রীর কাছে টাকা চায় মাদকাসক্ত স্বামী সুশান্ত সেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সুশান্ত ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারপিট শুরু করে।
এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা এতে বাধা দিলে তাদেরকেও সে মারধর করে। অবশেষে স্ত্রী ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানান। তাৎক্ষণিক শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে ঘটনাটি অবহিত করে ৯৯৯ কৃর্তপক্ষ। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পূর্ব বড়চর গ্রামের সুশাংক সেনের ছেলে সুশান্ত সেনকে (৩৯) গ্রেফতার করে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, সুশান্ত সেন মাদকাসক্ত। সে পেশায় কাঠমিস্ত্রি। প্রতিদিন ভালো টাকা আয় করতে পারে। তবে নেশা করার কারণে টাকা রাখতে পারেনা। তাই প্রায়ই স্ত্রীর কাছে টাকা চায়। টাকা না দেয়ায় স্ত্রীসহ পরিবারের লোকজনকে মারধর করে আসছিল।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj