নিজস্ব প্রতিবেদক, শায়েস্তাগঞ্জ : ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় আহত ও বর্তমান জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ সরদার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সম্মান জানাতে মার্চ মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত এক ব্যতিক্রমী উদ্যোগ নেন।
তিনি এ উদ্যোগের বিষয়ে জানান, মার্চ মাসের ১ম দিন থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন একজন করে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ মোট ৩১ জনকে ফুল উপহার দিয়েছেন।
প্রথম দিন তিনি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজাকে ফুল দিয়ে এ উদ্যোগের সূচনা করেন। তারপর থেকে প্রতিদিন শায়েস্তাগঞ্জসহ তার আশপাশ এলাকার একজন মুক্তিযোদ্ধা ছাড়াও মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে তাদের কাছ থেকে যুদ্ধকালীন বিশেষ ঘটনা সম্পর্কে অবগত হন।
হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার বলেন, মরেই তো গিয়েছিলাম। আল্লাহ’র দয়া আর মানুষের ভালবাসায় আমাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছে। ভালবাসি বঙ্গবন্ধু’র বাংলাদেশ আর মুক্তিযোদ্ধাদের। তাই জাতির পিতার স্বাধীনতা ঘোষণার মাসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আমার এ ক্ষুদ্র প্রয়াস। আব্দুল্লাহ সরদার শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর গ্রামের বাসিন্দা। তিনি হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সম্পাদকও ছিলেন।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে আব্দুল্লাহ সরদার ১৩ বছর ধরে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান এবং স্ত্রীদেরকে এ সম্মাননা জানিয়ে আসছেন।
এরই অংশ হিসেবে তিনি ৩০ মার্চ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সিপিসি-১ (হবিগঞ্জ) কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি লুৎফুর রহমানকে ও সর্বশেষ ৩১ মার্চ বাহুবল উপজেলার চন্দ্রছড়ি গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনিছুল হকের স্ত্রী শেখ রুজিনা আক্তারকে তার বাসভবনে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj