সৈয়দ সালিক আহমেদ : আসছে পবিত্র রমজান উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) হবিগঞ্জে ন্যায্যমূল্যে তেল পেয়াজ ডাল ইত্যাদি বিক্রি করা শুরু করেছে।
বৃহস্পতিবার (১লা এপ্রিল) দুপুরে শহরের বিভিন্ন স্থানে খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যে এসব পণ্য বিক্রি করা হয়।
সরেজমিন দেখা যায়, শায়েস্তানগর পয়েন্টে সাধারণ মানুষ লম্বা লাইনে দাড়িয়ে এসব পণ্য ক্রয় করছে। সাধারণ মানুষ মনে করে, দ্রব্যমূল্যের উর্ধগতিতে জীবনমান চালানো কঠিন হয়ে যাচ্ছে, এই সময় সরকার এসব পণ্য বিক্রি করাতে কিছুটা হলেও সাধারণ মানুষ নিঃশ্বাস নিতে পারবে।
তবে শহরে ডিলারের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সরবরাহের সংখ্যা বৃদ্ধির দাবি জানান তারা।
ডিলার ও তুষি এন্টারপ্রাইজের মালিক ঝুলন রায় বলেন, আমরা সরকারের দেয়া বরাদ্দকৃত পণ্য প্রসাশনের প্রতিনিধির উপস্থিতিতে বিক্রি করে থাকি। অনেক সময় গ্রাহকরা বিসৃংখলা সৃষ্টি করতে চায়, গ্রাহকদের বেশী চাহিদা হলো তেল এবং ডাল।
পাশাপাশি সচেতন নাগরিকের দাবি, যেহেতু করোনা মহামারী ২য় ঢেউ শুরু হয়ে গেছে সেক্ষেত্রে সামাজিক দুরত্ব বজায় রাখার ক্ষেত্রে প্রসাশনকে আরো কঠোর হওয়ার অনুরোধ জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj