সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ(টিসিবি) ভ্রাম্যমানে ট্রাকযোগে পণ্য ৫৯০ টাকার প্যাকেজ দরিদ্র ক্রেতাদের মাঝে তেল, চিনি, মশুর ডাল, ছোলা, পিঁয়াজ বিক্রয়ের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
জানা যায়, রমজান উপলক্ষ্যে সারাদেশে বানিজ্য মন্ত্রনালয়ের অধীনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) অনুমোদিত ডিলার এর মাধ্যমে ভ্রাম্যমানে ট্রাকযোগে ছয়টি নিত্যপণ্য খোলা বাজারে বিক্রি শুরু করেছে। এদিকে এসব পন্য বিক্রি আগামী ৬মে পর্যন্ত চলবে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মুখপাত্রের দাবি, এসব পণ্যের পযার্প্ত মজুদ রয়েছে।
৫ এপ্রিল সোমবার সকাল ১১টায় উপজেলার পৌরশহরের থানা রোড এলাকায় ভ্রাম্যমানে ট্রাকযোগে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম।
সূত্রে জানা যায়, বানিজ্য মন্ত্রালয়ের অধীনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ(টিসিবি) অনুমোদিত ডিলার শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি, ব্যকস সাবেক সদস্য সচিব ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃ মোজাম্মেল হক (সফিক) এর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মোজাম্মেল হক ট্রেডাসের মাধ্যেমে ৬টির মধ্যে ৫টি পণ্য ভ্রাম্যমান ট্রাক করে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে।
এসময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনেই অসংখ্য দরিদ্র ক্রেতা নারী-পুরুষরা মুখে মাস্ক পড়ে তিন ফুট দুরত্ব রেখে লাইনে দাড় করিয়ে জনপ্রতি ৫৯০/- প্যঁাকেজ ৫টি পণ্য ক্রেতাদের নিকট বিক্রয় করা হয়। জনপ্রতি আমদানীকৃত ২০ টাকা কেজি দরে পেয়াজ ৩ কেজি ষাট টাকা, একশ টাকা দরে তীর মার্কা সোয়াবিন তেল প্রতি লিটার ২শ টাকা, ৫৫ টাকা কেজি দরে ছোলা ২ কেজি ১শ ১০ টাকা, ৫৫ টাকা কেজি দরে মসুর ডাল দুই কেজি ১শ ১০ টাকাা, ৫৫ কেজি দরে চিনি ২ কেজি ১শ ১০ টাকা করে দেওয়া হয়েছে।
সঠিকভাবে ওজন পরিমাপ করে উপজেলা নির্বাহী অফিসার নির্দেশে উপজেলা নির্বাহী অফিসের প্রতিনিধি আমিনুল ইসলাম শামীম কে দায়িত্ব দিয়ে যান এবং উক্ত প্রতিনিধি সারাদিন ব্যাপী বিক্রয় কার্যক্রম তদারকী করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর সহ প্রমুখ।
এ ব্যাপারে উদ্ভোধনের সময় উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম বলেন, সরকার জনকল্যাণের কথা চিন্তা করে ভুতুর্কি দিয়ে মানুষের এসব পণ্য দিচ্ছে সরকার। এর সুষ্ঠু বন্ঠন দরকার। এই কার্যক্রমের মাধ্যমে রমজান মাসে ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে। এছাড়া ৬মে পর্যন্ত ভ্রাম্যমান ট্রাকে করে উপজেলার বিভিন্ন পয়েন্টে টিসিবির পণ্য বিক্রয় করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj