হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন সীমান্তবর্তী এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী শুকুর আলী (২৭) অবশেষে আসামপাড়া বাজার এলাকায় মাদক বিক্রয় কালে হাতে-নাতে আটক করেছে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
আটককৃত মাদক ব্যবসায়ী, শুকুর আলী (২৭) চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের সীমান্ত এলাকার টেকেরঘাট মসু মেম্বারের বাড়ির মোঃ শিরাই মিয়ার পুত্র ।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রবিউল, উপ-পরিদর্শক নজির আলী ও উপ-পরিদর্শক মোঃ রেজার নেতৃত্বে একদল সিপাহী চুুুুনারুঘাট থানাধীন আসামপাড়
বাজার এলাকায় সিএনজি স্টেশনের সামনে থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুকুর আলীকে আটক করেন।
[caption id="attachment_73227" align="alignnone" width="225"] আটককৃত মাদক ব্যবসায়ী, শুকুর আলী[/caption]
এ সময় শুকুর আলীর দেহ তল্লাশি করে ১৭৫ পিছ মরণ নেশা নিষিদ্ধ ইয়াবা ও ইয়াবা সেবনের সরজ্জাম উদ্ধার করা হয়।
মাদক ব্যবসায়ী আব্দুল হান্নান দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে হবিগঞ্জ শহর ও বিভিন্ন উপজেলায় মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছিল।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদি হয়ে আটককৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী শুকুর আলীর বিরুদ্ধে মাদক আইনের ১৯৯০ সালের ১৯ (১) এর ৯ (খ), ৩৩ (১) ও ৩৩ (২) এর ধারায় মামলা দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালক খালিকুজ্জামান সত্যতা নিশ্চিত করেন বলেন, মাদক নির্মূলের অঙ্গীকার বদ্ধপরিকর আমাদের অভিযান অব্যাহত থাকবে। যুব সমাজকে মাদক মুক্ত করতে সর্ব সাধারণেরর সহযোগিতা কামনা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj