সৈয়দ হাবিবুর রহমান ডিউক : সারাদেশের ন্যায় শায়েস্তাগঞ্জে লকডাউন পালিত হচ্ছে। সরকারের ঘোষিত লকডাউনের আজকে চতুর্থদিন। শায়েস্তাগঞ্জে প্রশাসন কঠোর অবস্থায় থাকলে ও সাধারণ মানুষরা লকডাউন মানছেন না।
সরেজমিনে দেখা গেছে মহাসড়কে সাধারণ মানুষের ঢল। গাড়ির জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদেরকে। যাত্রীবাহী গাড়িগুলো বন্ধ থাকায় সুযোগ নিচ্ছে সিএনজিগুলো। সমান সংখ্যক যাত্রী নিয়ে ও দ্বিগুণ ভাড়ায় যাত্রী টানছে সিএনজিগুলো। শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন স্টেন্ড থেকে কিছুটা দূরে গাড়ি পার্কিং করে রাখছেন তারা, যেন প্রশাসন দেখতে না পায়।
আর যাত্রীরা সেখানে এসে ভিড় জমাচ্ছে। অলিপুর থেকে হবিগঞ্জগামী যাত্রী অর্পি আক্তার গাড়ির জন্য অপেক্ষা করছেন, একটি সিএনজি উনাকে ৮০ টাকা ভাড়া চেয়েছেন, যেখানে নিয়মিত ভাড়া ৪০ টাকা।উনি রাজি হয়েও সিট না থাকায় সিএনজি করে হবিগঞ্জ যেতে পারেন নি। অর্পি আক্তারের সাথে এ প্রতিবেদকের কথা হলে, অর্পি আক্তার জানান, ব্যক্তিগত কাজে হবিগঞ্জের পাইকপাড়া যাবেন। এই লকডাউনে ঝুকি নিয়ে বের হওয়ার সঠিক কারণ জানতে চাইলে কুন সুদোত্তর দিতে পারেন নি।
মহাসড়কের অলিপুরে গাড়ির জন্য জন্য অপেক্ষা করছেন ফারুক মিয়া, তিনি শায়েস্তাগঞ্জে যাবেন কিন্তু ভাড়া বেশি চাওয়ায় তিনি অপেক্ষা করছেন, কিভাবে কম ভাড়ায় যাওয়া যায়।
অতিরিক্ত ভাড়ার বিষয়ে কথা বলেছিলাম একজন সিএনজি চালকের সাথে, তিনি জানান, গাড়ি না চালালে খাব কি, লকডাউনে সরকার তো আমাদের ঘরে খাবার পাঠায় না। দ্বিগুণ ভাড়া নেয়ার কারণ জানতে চাইলে, তিনি বলেন, ভাই পুলিশ গাড়ি আটকালেই ২০০০-৩০০০ টাকা জরিমানা গুনতে হয়, আবার কখনো কখনো মামলা ও দিয়ে দেয়, তাই ঝুকি নিয়ে চালাই বলেই ভাড়া বেশি নিচ্ছি।
শনিবার বেলা ১২ টায় মহাসড়কের অলিপুরে যাত্রীসহ একটি সিএনজিকে জরিমানা করেছে পুলিশ। নানান অজুহাতে কারণে অকারণে মানুষ বাসা থেকে বের হচ্ছেন।
কেউই মানছেন না সামাজিক দুরত্ব, মানছেন না লকডাউন। কিছু মানুষ প্রশাসনের ভয়ে মাস্ক পড়ছেন আবার অনেকেই মাস্ক ও ব্যবহার করছেন না।
এদিকে, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈনুল ইসলাম জানান, আমরা কঠোর লকডাউন নিশ্চিত করতে শতভাগ চেষ্টা করে যাচ্ছি, তিনি বিনা প্রয়োজনে বাসা থেকে বের না হতে আহব্বান জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj