মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ জয় বাংলা ইয়ূথ এওয়ার্ডে মনোনীত হওয়ায় হবিগঞ্জ ইনফোর চেয়ারম্যান সাইফুদ্দিন জাবেদকে রবিবার বিকেলে সংবর্ধনা প্রদান করেছে অনলাইন পত্রিকা নিউজ হবিগঞ্জ ডট কম, সমর্পন প্রোডাকশন ও ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাব।
হবিগঞ্জ ইনফোর প্রধান উপদেষ্টা ত্রিলোক কান্তি চৌধুরী বিজন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট জনাব মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ইনফোর আইন উপদেষ্টা এডভোকেট নীলাদ্রি শেখর পুরকায়স্থ টিটু এবং আইন উপদেষ্টা এডভোকেট অমিত রায়, আইন উপদেষ্টা এডভোকেট সায়লা পারভীন। সীমান্ত দেব তূর্যের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নিউজ হবিগঞ্জ ডট কম এর বার্তা সম্পাদক সায়েম মাহমুদ ইউসুফ খান, সমর্পন প্রোডাকশনের পরিচালক ইফতেখার আহমেদ ফাগুন ও ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাবের সাধারণ সম্পাদক শাদমান ইসলাম নাবিল।
অনুষ্ঠানে অতিথিরা চেয়ারম্যান সাইফুদ্দিন জাবেদকে ফুলেল শুভেচ্ছা জানান। এবং হবিগঞ্জ ইনফোর উত্তোরোত্তর উন্নতি কামনা করে সহযোগীতার আশ্বাস জানান।