সুতাং প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাংয়ে রবিদাস পরিবারগুলোর বসতভিটা রক্ষায় বাঁশের বেড়া দিয়ে ব্রিজের মাটি ভরাট করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) দুপুরে সরেজমিন পরিদর্শন করে ঠিকাদারকে এ নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম।
এর আগে সোমবার (১৯ এপ্রিল) সুতাং ব্রিজ নির্মাণে এক্সভেটর দিয়ে অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলে রবিদাস পরিবারের বসতভিটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় রবিদাস পরিবারের সদস্যরা হুমকীর মধ্যে বসবাস করছিল। এ নিয়ে সিলেটভয়েস ফলো করে সংবাদ প্রকাশ হয়।
বিষয়টি নজরে আসলে গুরুত্ব দিয়ে সরেজমিন পরিদর্শন করে রবিদাস পরিবারের বসতঘরের পাশে ঝুঁকিপূর্ণ স্থানে মাটি ভরাটের নির্দেশ প্রদান করেন ইউএনও মো. মিনহাজুল ইসলাম। এ সিদ্ধান্তের প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেছে রবিদাস পরিবারের সদস্যরা।
সরেজমিন গেলে জানা যায়, শতাধিক বছর ধরে সুতাং ব্রিজের উভয় পাশে বসবাস করে আসছে তিনটি রবিদাস পরিবার। এরমধ্যে ব্রিজের পশ্চিম দিকে অবস্থিত একটি বসতঘরে একই পরিবারের ৭ জন সদস্য বসবাস করে আসছে।
নূরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া বলেন, ব্রিজের পাশে শত বছরের বসবাস তিনটি রবিদাস পরিবারের। অপরিকল্পিতভাবে মাটি কাটায় ব্রিজের পশ্চিম দিকের রবিদাস পরিবারটি জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছিল। যাই হোক ইউএনও মহোদয় সুন্দর একটি সিদ্ধান্ত দিয়েছেন।
এ বিষয়ে ঠিকাদার গোলাম ফারুক বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj