সৈয়দ সালিক আহমেদ : কৃষি মন্ত্রী ড.মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রতি বছর লক্ষ্যমাত্রার চাইতে আমাদের দেশে উৎপাদন বেশী হয়। অনেক সময় প্রাকৃতিক দূর্যোগের কারণে কিছুটা ক্ষতি হলেও সরকার তা পুরণ করার সক্ষমতা অর্জন করেছে, কারো কাছে সাহায্যের প্রয়োজন হয়না।
বাংলাদেশের কৃষির উন্নয়ন দেখে ভারতের মত রাষ্ট্র আজ অবাক। আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে বাংলাদেশে কৃষির বিপ্লব হয়েছে। সারের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয়না। বিগত ১০বছরে সারের মূল্য ১টাকাও বৃদ্ধি পায় নাই। নির্বাচনী ইশতেহার অনুযায়ী শেখ হাসিনার সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
[caption id="attachment_73780" align="alignnone" width="300"] ধান কাটা উৎসবের শুভ করেন কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি, পাশে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, জেলা প্রশাসক ইশরাত জাহান প্রমুখ।
ছবি ধারণঃ সৈয়দ সালিক আহমেদ।[/caption]
তিনি আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়" বুরো ধান কর্তন উৎসব" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, কৃষি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ড অমিতাভ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আসাদ উল্লাহ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড মোঃ শাহজাহান কবীর, পুলিশ সুপার মোহাম্মদ উল্লা, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, জেলা কৃষি বিভাগের উপপরিচালক মোঃ তমিজ উদ্দিন খান, জেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে স্থানীয় কৃষকদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়, এরপর দলীয় নেতাকর্মী এবং প্রশাসনের বিভিন্ন কর্মকতাদের নিয়ে ধান কাটা উৎসবের শুভ সুচনা করেন।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীদেরকে যেভাবে একে একে বিচারের আওতায় এনে সর্বোচচ শাস্তি নিশ্চিত করা হয়েছে, তেমনি করে হেফাজতে ইসলামেরও মুল উৎপাটন করা হবে। বিচারের কাঠগড়ায় দাড় করানো হবে। শান্তি প্রিয় বাংলাদেশকে অশান্ত করার সুযোগ দেওয়া হবেনা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj