সৈয়দ হাবিবুর রহমান ডিউক : সরকারের নির্দেশনা অনুযায়ী আজ থেকে সারাদেশের সব ধরনের শপিং মহল স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা রাখতে পারবে। সরকারের দ্বিতীয় দফা লকডাউনে টানা ১১ দিন পরে খুলেছে দোকানগুলো।
যদিও লকডাউন ২৮ তারিখ পর্যন্ত চলমান থাকবে, তবুও ব্যবসায়ীরা দোকান খুলা রাখতে পারবেন। এরই ন্যায় শায়েস্তাগঞ্জে ও দোকানপাট খুলেছেন ব্যবসায়ীরা। কিন্তু একটানা লকডাউনের প্রভাব পড়েছে ব্যবসায়।
সময়মত দোকান খুলে বসে থাকলে ও বেচাকেনা নেই বললেই চলে। তবে সময়ের সাথে সাথে আর সামনে রোযা ঈদকে কেন্দ্র করে আবারও প্রাণ ফিরবে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে বলে আশাবাদী ব্যবসায়ীকগণ।
সরেজমিনে দেখা গেছে, লকডাউনের কারণে দোকানগুলোতে নতুন মাল আসেনি, পুরাতন মাল দিয়েই দোকান সাজিয়েছেন মালিকরা। তবে, ঈদ উপলক্ষে নতুন মাল আবারও দোকানে তুলবেন তারা।
শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরের আলফাজ শপিং সেন্টারের ম্যানেজার মো. ইকবাল মিয়া জানান, দোকান খুলেছি সকাল ১০ টায়, দেড় ঘন্টায় ও কোন কাস্টমার আসেনি। হয়ত বিকেলের দিকে ক্রেতারা আসবেন বলে আশা করছেন তিনি। ইকবাল মিয়া আরো জানান, দোকান খুলতে না পেরে তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন, কর্মচারীদের বেতন দিতে ও হিমশিম খেতে হচ্ছে।
অলিপুরের ড্রিম ফ্যাশনের প্রোপাইটর মো. কামরুল তালুকদার জানান, দোকানে মালামাল রয়েছে পর্যাপ্ত, কিন্তু ক্রেতা নেই। আর কিছুদিন পরে শ্রমিকদের বেতন ভাতা হবে, তখন বেচাকেনা বাড়বে বলে তিনিও আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) সভাপতি আবুল কাসেম শিবলু জানান, আজ থেকে দোকানপাট খুলা আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। শায়েস্তাগঞ্জের ব্যবসায়ীদেরকে আমরা এখনো কোন নির্দেশনা দেইনি। তবে, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে আমরা সিদ্ধান্ত দেব।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj