লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে মূল্য বৃদ্ধির কৌশল হিসেবে কেজিতে তরমুজ বিক্রি, ক্রেতাসাধারণের অসন্তোষ।
চলমান লকডাউন ও রোজাকে পুঁজি করে পণ্যসামগ্রীর মূল্যবৃদ্ধিতে ক্রেতা সাধারণের নাভিশ্বাস উঠেছে। কলা, খেজুর, শশা, খিরা, টমেটো, কাচা মরিচের দাম ইতিমধ্যে দেড় থেকে দ্বিগুন বেড়েছে।
এদিকে দিনের তাপমাত্রা অব্যাহত ভাবে বৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে মৌসুমি ফলের দাম কৌশলে বৃদ্ধি করতে ওজনে তরমুজ বিক্রি করতে শুরু করে ব্যবসায়ী সিন্ডিকেট। তারা তাপমাত্রা বৃদ্ধি ও বোরোধান কাটার সুযোগকে পুঁজি করে গেল সপ্তাহ থেকে কেজি দরে তরমুজ বিক্রি করতে থাকে। এতে এর দাম বেশ বেড়ে যায়। পিস হিসাবে একটি তরমুজ যেখানে ১০০-১৫০ টাকায় বিক্রি হতো, বর্তমানে কেজিতে তা ২৫০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে ক্রেতাদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।
এভাবে কৌশলে মূল্য বৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে আবার কেউবা সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে স্ট্যাটাস লিখে পোস্ট দিচ্ছে। সরেজমিনে লাখাইর স্থানীয় বুল্লাবাজার পরিদর্শনে দেখা যায় ফল ব্যবসায়ীরা কেজি দরে তরমুজ বিক্রি করছে, প্রতি কেজি ৫০ টাকা হিসাবে।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিতে সংশ্লিষ্ঠ উর্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগীরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj