সৈয়দ হাবিবুর রহমান ডিউক : তীব্র দাবদাহে শায়েস্তাগঞ্জে বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে ধান কাটা শুরু হলেও এখনো অনেক ধানের ছড়াই বের হয়নি, আবার কিছু ধান কাচা রয়ে গেছে, কিছু ধান পেকেছে। যেসব বোরো ধান পেকে গেছে, সেইগুলো কৃষকরা ঘরে তুলতে শুরু করেছেন। একদিকে রমজান মাসের রোযা অন্যদিকে প্রচন্ড গরমে কৃষকদের খুব কস্ট করে ধান কাটতে দেখা গেছে। বৃষ্টি বা বন্যার পূর্বাভাস পেয়েছেন অনেকেই তারা আধা পাকা ধানই ঘরে তুলছেন। এদিকে শায়েস্তাগঞ্জে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।
কষ্টের ফসল ঘরে তুলে কৃষকদের মাঝে হাসি দেখা গেছে। যারা ধান কেটেছেন, তাদেরকে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। বোরো ধান সিদ্ধ দিয়ে রোদে শুকাচ্ছেন, ধানের খড় শুকিয়ে গরুর খাবারের জন্য তৈরি করে রাখছেন।এবার শায়েস্তাগঞ্জে, ২৮ ও ২৯ জাতের বীজ, ৫৮ ধানের বীজ ও নতুন একটি ধানের বীজ" হিরা " বেশিরভাগ জমিতে চাষ করা হয়েছে।
শায়েস্তাগঞ্জে প্রতি একর ধান ২৫০০-৩০০০ টাকা দরে কাটছেন শ্রমিকরা। ধান কেটে কাধে ভার নিয়ে পৌঁছে দেন ধান। সরেজমিনে গিয়ে কথা হয়, ধান কাটার শ্রমিক ধলাই মিয়ার সাথে, তিনি জানান, এবার মৌসুমের ফলন বেশ ভাল হয়েছে। কিন্তু প্রচন্ড রোদে ধান কাটতে তাদের অনেকটা বেগ পোহাতে হয়।
ধান কাটার শ্রমিক সজল মিয়া জানান, তুলনামূলকভাবে বাজারে ধানের দাম কম। তিনি সরকারের প্রতি ধানের দাম বাড়ানোর জন্য আহব্বান জানান।
শায়েস্তাগঞ্জ উপজেলার কৃষক কামরুল হাসান জানান, তিনি ৫ একর ধান করেছেন৷ এর মধ্যে ২ একর ধান তিনি ইতিমধ্যে ঘরে তুলেছেন। তিনি জানান, প্রতি একরে ১০-১২ মন ধানের ফলন হয়েছে। মৌসুমের প্রথমে শিলাবৃষ্টি ধানের কিছু ক্ষতি করলে ও ফসল বেশ ভাল হয়েছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর জানান,
এবার শায়েস্তাগঞ্জে বোরো ধান আবাদ হয়েছে ১৩৫০ হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ৮৫০০ টন।
অদ্যবধি কর্তন হয়েছে প্রায় ৩৫০ হেক্টর (২৫%)সম্ভাব্য কর্তন আসছে মে মাসের শেষের দিকে শেষ হতে পারে। আর আমি আশা করছি ধানের বাজারমূল্য মোটামুটি ভালই আছে তবে, সরকারী গুদামে ধান ক্রয় শুরু হলে দাম কিছুটা বাড়তে পারে।
তিনি আরো জানান, শায়েস্তাগঞ্জে এখন পর্যন্ত শ্রমিক সংকট নেই, তাছাড়া মাঠে কম্বাইন হাড়ভেস্টার রয়েছে।আশা করা যায় শ্রমিক সংকট হবে না।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj