কামরুজ্জামান আল রিয়াদ/ সৈয়দ হাবিবুর রহমান ডিউক :
গিয়েছিলেন প্রবাসে, পরিবারের ভরণপোষণের ইচ্ছায় প্রবাসে গেলেও সুবিধা করতে পারেননি শায়েস্তাগঞ্জের জগতলপুর এলাকার মোছলেম উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন। অনেকটা শূন্য হাতে ফিরলেন দেশে। কিন্তু এই গিয়াস উদ্দিন এখন সফল। উপজেলার অনেকের অনুসরণের মানুষ তিনি। কৃষি কাজে ভাগ্য ফিরেছে তাঁর। প্রবাসে সুবিধা না করতে পেরে দেশে বরবটি চাষ শুরু করলে এখন তিনি একজন সফল কৃষক। এমনকি এখন শায়েস্তাগঞ্জের সেরা কৃষকদের একজন তিনি। আর গিয়াস উদ্দিনের এখন কৃষিই একমাত্র পেশা ও নেশা।
প্রবাস থেকে ফিরে প্রথমে দেশে এসে শুরু করেন বিভিন্নরকম কৃষি কাজ। এর পরে আর পেছনে তাকাতে হয়নি গিয়াস উদ্দিনের। কৃষক গিয়াস উদ্দিনকে এখন অনেকেই চেনে জানে, তাকে অনুকরণ ও করে।
জানা যায়, তার নিজের জমি না থাকায় বর্গাজমিতে কৃষি কাজ শুরু করছিলেন। কৃষি কাজ করেই ছেলেকে বিদেশ পাঠিয়েছেন, দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। এখন জমিও হয়েছে তাঁর। এখন বরবটি, টমেটো, লাউ, বেগুন, করল্লা, শসা চাষ করছেন। কৃষি কাজ করেই তিনি বাড়িতে পাকা ঘর বানিয়েছেন। তার এ সাফল্যের ছোঁয়া লেগেছে অন্যান্য কৃষকদের মাঝে। তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে অনেকেই এখন কৃষি কাজে আগ্রহ দেখাচ্ছেন।
এ বছর তিনি ৪৫ শতক জায়গায় বরবটি চাষ করেছেন। বেশ ভাল ফলন হয়েছে। বরবটি চাষে তার খরচ হয়েছে ১০-১২ হাজার টাকা। সবকিছু ঠিকঠাক থাকলে তার বিক্রি আসবে ৭০-৮০ হাজার টাকা।
কৃষক গিয়াস উদ্দিন বলেন, আমি সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করে থাকি, তাই আমার জমির ফসলে মানুষ স্বাদ পায় বেশি। আমাকে সবসময় বীজ, সার ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেন কৃষি অফিসের লোকজন। আমার কাছে যে কেউ আসলে আমি তাদেরকে সুপরামর্শ দিয়ে সহযোগিতা করি। বর্তমানে কৃষি কাজ করেই আমার সংসার চলে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর বলেন গিয়াস উদ্দিন উপজেলার সেরা কৃষকদের একজন। কৃষি অধিদপ্তর সব সময় উনাকে সহযোগিতা করে আসছে। বিভিন্ন সময় কৃষি অফিস থেকে বীজ ও খরচ বরাদ্দ দেয়া হয়। উনাকে দেখে অনেকেই এখন বিভিন্ন সবজি চাষাবাদে আগ্রহী হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj