শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক নিহত ও তিন জন আহত হয়েছে।
মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকা-সিলেট সহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত প্রাইভেটকার চালক হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউকান্দি এলাকার দেবপাড়া গ্রামের খছরু মিয়া (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা গামী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৯০১৯) সিলেট গামী প্রাইভেটকারের সাথে মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে মুখোমুখি সংর্ষে প্রাইভেটকারটি দুমড়েমুছড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক নিহত হয়েছে।
মৃমূর্ষ অবস্থায় অবস্থায় আহত প্রাইভেট কারের তিনজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।
তাৎক্ষনিক আহত ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।