এস এইচ টিটু,সৌদিআরব থেকে : সৌদিআরবে ইয়েমেনের শিয়া হুথি বিদ্রোহীদের মর্টার হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের নাজরানে মর্টার হামলায় এই দুই বাংলাদেশি নিহত হন বলে জানা গেছে।
নিহত দুই বাংলাদেশিদের একজন হলেন কুমিল্লার বরুড়া থানার বাটেশ্বর গ্রামের মো. মফিজের ছেলে মো. মিজান। অপরজন হলেন, বরগুনার পাথরঘাটা থানার লেমুয়া গ্রামের মো. আবদুল আজিজের ছেলে মো. আবদুল আলীম।
জেদ্দা থেকে ৬৫০ কিলোমিটার দূরে এবং ইয়েমেন সীমান্তের নিকটবর্তী সৌদি আরবের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ নাজরানে হুতি বিদ্রহীদের মর্টার শেলের আঘাতে ৫ ও ৬ মে এই দুই বাংলাদেশি নিহত হন।
মো. মিজান ৫ মে এবং আবদুল আলীম ৬ মে মারা যাওয়ার সময় নাজরানে নিজ নিজ কর্মস্থলে ছিলেন। তাদের নিহত হওয়ার খবর পেয়ে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট থেকে প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাদের নিয়োগ কর্তা ও পরিবারের সদস্যদের সঙ্গেও কনস্যুলেট প্রতিনিধিরা যোগাযোগ করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিহতদের মরদেহ নাজরানের কিং খালেদ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের ইচ্ছা অনুযায়ী তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা অথবা যথাযোগ্য মর্যাদায় সমাহিত করা এবং যথাযথ ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি নিয়ে কনস্যুলেট থেকে নিয়োগ কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।