সৈয়দ সালিক আহমেদ : করোনা প্রার্দূভাবে সময়ে ব্যবসায়ীদের দাবিরমুখে লকডাউন কিছুট শীতিল করার সাথে সাথে হবিগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার, বিভিন্ন কাপড়ের দোকান, মোবাইলের দোকান এবং কসমেটিকস এর দোকানে বিভিন্ন বয়সী নারী পুরুষ ক্রতাদের উপছেপড়া ভিড়। তবে ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি পালনের জন্য প্রশাসনের রয়েছে কঠোর নজরদারি।
এরই মাঝে সরেজমিন দেখা যায়, মাস্ক ব্যবহারের সংখ্যা বৃদ্ধি পেলেও গুটি কয়েকটি দোকানে রয়েছে হাত ধোয়ার জন্য সাবান পানির ব্যবস্থা।
[caption id="attachment_74292" align="alignnone" width="300"] ঈদের বাজারে স্বাস্থ্যবিধি পালনের বিষয়ে জেলা প্রশাসক ইশরাত জাহানের বাজার মনিটরিং। [/caption]
পুলিশ, র্যাবের পাশাপাশি জেলা প্রশাসক ইশরাত জাহান নিয়মিত বাজার মনিটরিং করেন। এসময় তিনি বিভিন্ন দোকানীর সাথে কথা বলেন এবং সরকারের নির্দেশনা কঠোরভাবে পালনের জন্য বলেন।
কাপড়ের সাথে মানানসই করে বিভিন্ন রকম কসমেটিকস এবং প্রসাধনী সামগ্রী কিনতে তরুন তরুনীদের ভিড় লেগে আছে কসমেটিকসের দোকান গুলোতে। পাশাপাশি ঈদ উপলক্ষে বিভিন্ন ব্রান্ডের মোবাইল বাজারে আসলেও সেদিকে তেমন কোন উপছেপড়া ভিড় নেই ক্রেতাদের।
তবে ব্যবসায়ীরা বলছেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি, সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে শপিং করেন এবং এভাবে ক্রেতাদের উপস্থিতি থাকলে করোনাকালীন সময়ের ক্ষতি পুষিয়ে উঠতে পারব।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj