রুবেল, মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উদ্যেগে গ্রামের আড়াই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার ৭ই মে গ্রামের অসহায় গরীব পরিবারের মাঝে বাড়ি বাড়ি ইফতার বিতরণের পর দক্ষিণ বেজুড়া জামে মসজিদে ইফতার করানো হয়।
হাফেজ মোঃ সাইফুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যম শুরু হলে মসজিদের ইমাম শহজাহান বিপ্লবী সাহেবের মিলাদ ও দোয়ার মাধ্যমে ইফতার শেষ হয়।
দক্ষিণ বেজুড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ ফারুক মিয়া, সম্পাদক সাংবাদিক রুবেল, সহ সম্পাদক আরিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পি, মোঃ আলম মিয়া, সাব্বির মিয়া, ধর্ম সম্পাদক রাকিব মিয়া, জলিল মিয়া সহ সকল সদস্যর ত্বত্তাবধানে ইফতার বিতরণ করা হয়।