বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৩ নম্বর দক্ষিন-পূর্ব ইউনিয়নের ঠাকুরানী দিঘীর পাড় গ্রামের ঠাকুরানী দিঘীতে স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেছে।
৭ মে শুক্রবার বিকাল ৫টায় স্থানীয় গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি এই অভিযান পরিচালনা করেন।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ও ঘটনাস্থলে উপস্থিত হন।
মাটি কাটার ঠিকাদার ও ড্রেজার মেশিনের মালিককে ঘটনাস্থলে না পাওয়ায় মেশিনটি জব্দ করে নিয়ে আসা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ঠাকুরানী দিঘীর পাড় গ্রামের একজন জানান,স্থানীয় আব্দুর নূরের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন যাবৎ ঐতিহ্যবাহী দিঘীর মাটি বিক্রয় করে এলাকাবাসীর ক্ষতিসাধন করে চলেছে।
স্থানীয় ইউপি সদস্য সুমন আখনজী জানান, স্থানীয় কতিপয় মাটিখেকো চক্র দীর্ঘদিন যাবৎ ওই দিঘীর মাটি ড্রেজার মেশিন দিয়ে খনন করে বিক্রয় করছে।
যে কারনে দিঘীর চারপাশের বসতবাড়ী খুবই ঝুকির মধ্যে রয়েছে।
এ ব্যাপারে মধুখানী গ্রামের তোফাজ্জল হোসেন খান জানান, মাটি ব্যবসায়ীগন প্রভাবশালী হওয়ার কারনে এলাকাবাসী ভয়ে মুখ খুলতে সাহস পায়না।
তিনি আরও জানান, অভিযোগ পেলে স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করলেও রাজনৈতিক ছত্রছায়ায় আবারো মাটি তোলা শুরু করে দেয় ওই প্রভাবশালী চক্রটি।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি বলেন,এলাকাবাসীর অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়েছে। ঠিকাদার ও মেশিনের মালিক কাউকেই পাওয়া যায় নাই। মেশিনটি জব্দ করে নিয়ে আসা হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন,কেউই আইনের উর্দ্ধে নয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যাবস্থা নেওয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj